আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপ শুরু করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৩ মার্চ) বিকেল ৩টায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ইসির ধারাবাহিক এই সংলাপ শুরু হবে।

বিভিন্ন শ্রেণী- পেশার প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠকে বসবে ইসি। এছড়া নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ হবে সবার পরে।

এর আগে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন সাবেক নির্বাচন কমিশন ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রায় সাড়ে পাঁচ মাস পর ওই বছরের ৩১ জুলাই সংলাপ শুরু করে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন তাদের দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ পার না হতেই সংলাপ শুরু করতে যাচ্ছে।

 

 

কলমকথা/ বিথী