সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনী হত্যার এক দশকেও বিচার না হওয়ার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি প্রথম দিন মোমবাতি প্রজ্বলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় রাত ১০টার দিকে ডিআরইউর সামনে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার এক দশক উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সাগর-রুনীর সন্তান মেঘ, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, অর্থ সম্পাদক এস এম এ কালামসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটি সহ অন্যান্য সদস্যরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।