সিটি করপোরেশনে দক্ষ চালক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ময়লার গাড়ি চালকের কারণে সম্প্রতি যে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে সেরকম যেন আর না হয়। সাবধান হয়ে যান। নতুন আধুনিক যেসব যানবাহন কিনবেন সেগুলোতে দক্ষ চালক নিন। তাদের প্রশিক্ষণ দিন।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি লোকালয়ের বাইরে করতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে বলেছেন তিনি। এছাড়া প্রকল্প বাস্তবায়ন দ্রæত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।