আবুল হাশেম,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৬.১২.২০২১) উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ছয়টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্বরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মো,সাজ্জাদ হোসেন, আ’লীগের সাধারণ সম্পাদক মো.আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের সিরাজুল ইসলাম মুন্টু,অধ্যক্ষ নছিম উদ্দিন, ওয়াহিদ সাদিক কবির,প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি আঃকুদ্দুস সরকার,সাধারণ সম্পাদক মামুন হোসেন,পৌর যুবলীগ সভাপতি শাহিন আলম ও জুবাইদুল হক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়। বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু ও প্যারেড কমান্ডার পুলিশ অফিসার ছিলেন এস আই প্রজ্ঞাময়।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো,সাজ্জাদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রাসেদ আহাম্মেদসহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ, আড়ানী পৌরসভার মেয়র(ভারপ্রাপ্ত) শ্রী কার্তিক হওলাদার,
এবং এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক, সুধী, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে দিন ব্যাপি ছাত্র-ছাত্রী ও উপস্থিত সুধীজনের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।