মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ এ বছরের ২৩ জুন পালন করতে যাচ্ছে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশের তরুণদের কাছে দলটি আহ্বান করছে তারুণ্যের প্রত্যাশা নিয়ে শুভেচ্ছা বার্তা। এজন্য আগ্রহীদের কাছ থেকে মোবাইল ফোনে ভিডিও করে opinion@albd.org ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়বস্তুর ওপর প্রাসঙ্গিক শুভেচ্ছা বার্তা থেকে নির্বাচিত কিছু ভিডিও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে। শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু : করোনা মোকাবিলায় আওয়ামী লীগের পদক্ষেপ, গত ১২ বছরে আওয়ামী লীগের সাফল্য ও ব্যর্থতা, আওয়ামী লীগের কাছে তরুণদের প্রত্যাশা, সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন ও দেশকে এগিয়ে নিতে তরুণদের পরামর্শ।

শুভেচ্ছা বার্তা পাঠানোর শেষ সময় ২০ জুন, রাত ১১ টা ৫৯ মিনিট। শুভেচ্ছা বার্তা মোবাইল বা ট্যাবে ভিডিও করে মেইল করা যাবে। মেইলের বিষয় হিসেবে অবশ্যই ‘Video Message ALBD 72nd Anniversary- Youth’ লিখতে হবে।