গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী এমদাদ সরদারকে দেশে ফিরে যাওয়ার জন্য একটি বিমান টিকেট হস্তান্তর করেছেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে টিকেটের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার এ টিকেট হস্তান্তর করা হয়।

আরোও পড়ুন:

পঞ্চগড়ের বোদায় নৌকা ডুবির ঘটনায় আত্রাই নদী থেকে ৬ লাশ উদ্ধার

৯২ বারের মতো পেছানো হলো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত

এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) ও দূতালায় প্রধান মো. সোহেল পারভেজ ও দূতালয়ের কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এমদাদ সরদারের বাড়ি মাদারীপুরের রাজৈরে।

পায়ে আঘাত পাওয়ার পর তিনি মালদ্বীপের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন, পরবর্তীতে সেখানে ইনফেকশন হয়। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। আগামীকাল মঙ্গলবার সকালে মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরে যাবেন।