মোঃ রাকিব হাসান: গত ২ জুন বৃহস্পতিবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয় আজ পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও জোরদার করার বিষয় নিয়ে সেখানকার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে আরো ছিলেন যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন, উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা এবং সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।