এসি লাগানো নৌকায় আত্মগোপনে থাকতেন ডাকাত সর্দার!

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখ ওরফে লুৎফর ডাকাতকে (৪৭) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

১৫ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি লুৎফর শেখ সারিয়াকান্দি উপজেলার কাকাইল হাতা (সুজালের পাড়া) গ্রামের মুছা শেখের ছেলে।

তিনি নৌকায় এসি লাগিয়ে বিশেষ কুখ্যাতি অর্জন করেছিলেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ির দুর্গমচর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, লুৎফর শেখের বিরুদ্ধে ৪টি খুনসহ ডাকাতি মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি দস্যুতা মামলা, ২টি অস্ত্র মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

যমুনা নদীর দুর্গমচরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল লুৎফর। তিনি বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা ও জামালপুরে অপরাধমূলক কাজ করতেন।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফরের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।