- কেশবপুরে ৪৫ প্রতিবন্ধীর
মাঝে হুইল চেয়ার বিতরণ
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
কেশবপুর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে ৪৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ৪৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা। আরো উপস্থিত ছিলেন উন্নয়নের আব্দুর রহিম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রতিবন্ধী সংস্থার আব্দুর রহিম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।