স্থগিত হওয়া পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তারা জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স বিভিন্ন বর্ষের স্থগিত হওয়া চলমান পরীক্ষা সম্পন্ন করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আকতারুজ্জামান এসে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।