ওয়েব ডেক্স:
সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত অভিনেত্রী জয়া আহসান। ছিলেন ছোট পর্দায়। এখন বড় পর্দাতে নিয়মিত মুখ তিনি। শুধু ঢালিউড সিনেমাতেই নয়, কাজ করছেন কলকাতার সিনেমাতেও। বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি।
বিশ্ব বঙ্গ সম্মেলনে মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দেন জয়া। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-
জয়াকে প্রশ্ন করা হয়, ন্যুড সিনে জয়ার আপত্তি আছে কিনা?
উত্তরে জয়া জানান, ‘আসলে ন্যুডিটি দেখানোর মধ্যে অনেক সময় দৃষ্টিভঙ্গীর সমস্যা থাকে। অনেক সময় ন্যুডিটি দেখিয়েও সিনটা ততটা আবেদনময় দেখানো যায় না। আমরা মেয়েরা আসলে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে বহু দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছি। এর বাইরে ভারতও নয়, বাংলাদেশও নয়। কিচ্ছু না দেখিয়েও কোনও সিকুয়েন্সকে অনেক বেশি সেন্সেবল অ্যাপ্রোচ দেয়া যায়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।