মো: আজিজুর বিশ্বাস|স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিন শাকিল (৩৫) কে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো:মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শাকিল আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা গোপীনাথপুর এলাকায় ভাড়া করা বসতবাড়িতে ধরালো অস্ত্র দিয়ে শাকিল তার স্ত্রী মর্জিনা বিথিকে (২৫) কুপিয়ে হত্যা করে। শাকিল পিরোজপুর সদরের তেজদাশকাটি গ্রামের তোফায়েল উদ্দিন খানের ছেলে। তবে শাকিল লোহাগড়া উপজেলা সদরের একটি হোটেল বাবুর্চির কাজ করতেন।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।