জাতীয় নির্বাচন ঘিরে পশ্চিমাদের দৌড়ঝাঁপ শুরু হলেও এ নিয়ে আগ্রহী নয়, পরাশক্তি রাশিয়া। দেশটি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে, প্রত্যাশা আগামী নির্বাচনে আসবে সব দল। ভোটে প্রতিফলিত হবে জনমত। তার সাথে আলাপকালে এসব বলেন, দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি।
একদিকে মার্কিন ভিসা নীতি, আরেক দিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসাতে দূতিয়ালি করছে ইউরোপিয় ইউনিয়ন। নির্বাচন ঘনিয়ে আসতে বাংলাদেশ নিয়ে যেনো মাথা ব্যথার নেই শেষ পশ্চিমা ও সমমনাদের। কিন্তু, এক্ষেত্রে যেনো একেবারে নিশ্চুপ পরাশক্তি রাশিয়া।
আরও পড়ুন: জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগে মানবাধিকার ইস্যু যাচাইয়ের আহ্বান (ভিডিও) ঢাকার মস্কো দূতের দাবি, নির্বাচন অভ্যন্তরীণ বিষয়। তাই, এ নিয়ে মন্তব্য কিংবা পরামর্শের বিষয়ে দেশটি যথেষ্ট সাবধানী। তবে, তাদের প্রত্যাশা আগামী নির্বাচনে আসবে সব দল। ভোটে প্রতিফলিত হবে জনমত।
রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন বয়কট করতে পারে। দেশে আরও বিরোধী দলও রয়েছে, তারা অংশ নেবেন। দেখা যাক কি হয়। আমরা বিশ্বাস করি শুধু জনগণই পারে সিদ্ধান্ত নিতে। তাই সকল দলের কাছে আমার অনুরোধ নির্বাচনে অংশগ্রহণের।
সদ্য সমাপ্ত বরিশাল ও খুলনা নির্বাচনের কথা টেনে রাষ্ট্রদূত বলেন, এমন নির্বাচন একটা উদাহরণ হতে পারে। যেখানে মেলেনি সংহিসতার খবর।
রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি বলেন, বরিশাল ও খুলনায় আমরা নির্বাচন দেখেছি, খুব বেশি সহিংসতার খবর নেই। ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে। আমি বিশ্বাস করি ও নিশ্চিত যে, আগামী নির্বাচন হবে অবাধ ও অংশগ্রহণমূলক।
রুশ রাষ্ট্রদূতের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচনের পর দু’দেশের মধ্যে হতে উচ্চ পর্যায়ের সফর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।