………….“ভীষণ চিন্তা”.………
মুক্তি রানী মন্ডল
মাহিলাড়া, গৌরনদী, বরিশাল।
মাথায় কতো প্রশ্ন আসে দিচ্ছি না কো জবাব তার।
সবাই বলে মিথ্যে বাজে বকিস না রে খবর দার!
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব?
বলবে সবাই মূর্খ মেয়ে বলবে আমায় গোগরধব।
কেউ জানে কি দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর।
বর্ষা হলে ব্যাঙের গলায় কোথা থেকে হয় এমন জোর।
গাধার কেনো শিং থাকেনা হাতির কেনো পালক নেই?
গরম তেলে ফোড়ণ দিলে লাফায় কেনো তা_ধেই ধেই! কতোই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পারবো সমস্তই!!
.☆ .মুক্তি রানী মন্ডল
মাহিলাড়া, গৌরনদী, বরিশাল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।