![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/07/FB_IMG_1627452299156.jpg)
গতকাল রাতে মালয়েশিয়া তানজং বাতুর দক্ষিণ পশ্চিম একটু নৌকা ডুবে যাওয়ার সময় অবৈধ ৫ জন অভিবাসী কে গ্রেফতার করে বলে জানান মালয়েশিয়া যাবাতান ইমিগ্রেশনের অফিসিয়াল পেজে বলা হয়।
স্থানীয় সময় রাত ১১ টা বেজে ৩০ মিনিটে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি ( ওপিএমএম)এর সদস্য বলেন। এজেন্সি উপস্থিত টের পেয়ে নৌকা পালানোর চেষ্টা করলে সেটা উল্টো যায়। এ সময় স্থানীয় এক নাবিক নৌকা পরিচালনা করছিলো।
তাওয়াউ মেরিট জোন ডিরেক্টর মেরিটাইম ক্যাপ্টেন শিব কুমার বলেন অধিনায়ক ও নৌকায় থাকা পাঁচ জনকে গ্রেফতার করার আগে পানি থেকে উদ্ধার করা হয়।
প্রথমিক প্রমাণ মিলেছে যে ১৭ বছরের এক স্থানীয় নাবিক কিশোর সহ অবৈধ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কৃত পাঁচ জন ইন্দোনেশিয়ার নাগরিক, গ্রেফতার কৃতরা হলেন দুই জন পুরুষ ও তিন জন মহিলা। মহিলার ১৫ থেকে ৪৫ বছর বয়সী।
তাদের সকল কে অনুপ্রবেশ কারি সন্দেহ গ্রেপ্তার করা হয়।
পরে পাঁচ জনের কোভিট টেষ্ট করলে তিন জনের কোভিট পজিটিভ রেজাল্ট আসে।
বর্তমান ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর আওতায় তাদের আটোক দেখানো হয়। আটক কৃতদের প্রথমমিক ভাবে পরবর্তী পদক্ষেপর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমএএইচ) কাছে হস্তান্তর করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।