যশোরের বাঘারপাড়ায় বিপুল ভোটে নৌকার জয়: প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা জেমস

আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১ হাজার ৭শ’৯৩।

তার প্রতিদ্বন্ধী ধানের শীষের শামসুর রহমান ২ হাজার ৩শ’৩২ ও আনারস প্রতীকের প্রার্থী দিলু পাটোয়ারী ১ হাজার ৭শ’ ৭৫ ভোট পান। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও উপজেলা সদর ও বাজার কেন্দ্রীক কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনে পূর্ববর্তী রাত একটার দিকে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারি ( আনারস মার্কা) ও নির্বাচনের দিন সকাল সকাল ৯ টায় বিএনপি মনোনীত প্রার্থী শামছুর রহমান (ধানেরশীষ মার্কা) ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০ টার দিকে দেখা গেছে উপজেলার পূর্ব পাইকপাড়া,

দোহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদরাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের তেমন কোনো উপস্থিতি ছিল না। তবে দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,…