![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/11/received_2649922805259824-400x225.jpeg)
যশোরের মণিরামপুরে দি হাঙ্গার প্রজেক্টের বিনামুল্যে সবজি বীজ বিতরণ
জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার :
করোনা সহিষ্ণু গ্রাম গড়ে তোলার লক্ষ্যে প্রান্তিক জনগণের প্রয়োজনীয় পুষ্টির যোগান নিশ্চিত করতে বিনামুল্যে সব্জিবীজ বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মনিরামপুরের দূর্বডাঙ্গা ইউপি কমপ্লেক্স মিলনায়তনে এই বীজ বিতরণ করে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্বাডাঙ্গা ইঊপি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম ।
বিশেষ অতিথি ছিলেন , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মাস্টার গৌরহরি চ্যাটার্জী, ইউপি সদস্য গৌর বৈরাগী, সনজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট’র ইউনিয়ন সমন্বয়কারী অমর রায়। অনুষ্ঠানে ইউনিয়ের ১২টি গ্রামের ৩শ’ ৬০ টি দরিদ্র কৃষক পরিবারের জন্য ৭ প্রকারের সব্জিবীজ ১২ টি গ্রাম উন্নয়ন দলের সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য করোনা পরিস্থিতি মোকাবেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।