• রূপগঞ্জে সামাজিক সংগঠন অনির্বাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন
অনির্বাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । অনির্বাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে
সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সঞ্চালনায় সংগঠনের সভাপতি খালেদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন প্রধান , প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ গ সাকেল সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক নুর আলম মুন, এছারাও আরো উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব নাজিম উদ্দিন চৌধুরী, চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশরাফুল আলম , সহকারী ইনচার্জ এএস আই সোরহাব উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে অনিবার্ণ ফাউন্ডেশন বিগত বছরগুলোর কার্যক্রম তুলে। অনিবার্ণ ফাউন্ডেশন সামাজিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ , সেচ্ছায় রক্তদান, দুস্ত রোগীদের চিকিৎসা প্রদান করা, এছাড়াও মাদক মুক্ত সমাজ গড়াই তাঁদের মুূললক্ষ্য।