“চলো সূর্য পথে যাত্রা করি, সাথে নিয়ে সোনার তরী” – এই শ্লোগানকে ধারণ করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি ২০২৩ দুই দিন ব্যাপি আন্তঃ বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবের আয়োজন করেছে। সাহিত্য ফোরাম প্রকাশিত সাহিত্য পত্রিকা চন্দ্রবিন্দুর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও সাহিত্য কুইজ ও ছোট গল্প লেখা প্রতিযোগিতা। আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন এবং বিশিষ্ট আবৃত্তিকার বিপ্লব সাহা। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের দুইজন শিক্ষক মিনহাজুল আবেদীন এবং আলীয়া তামজীদা।ছোট গল্পের বিচারক ছিলেন একই বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন এবং ফারহানা আহাসান।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা র্বিশিষ্ট আবৃত্তিকার ও নাট্য ব্যক্তিত্ব ডঃ ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি শাকিরা পারভীন এবং সংগঠনটির আহ্বায়ক জাকিয়া নূর মতিন।

 

২৬ ফেব্রুয়ারি উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক ও গবেষক ডঃ মতিন রহমান এবং বিশিষ্ট আবৃত্তিকার, নাট্য ব্যক্তিত্ব ও লেখক মীর বরকত।

অতিথিদের বক্তব্য ও পুরষ্কার বিতরণের পালা শেষ হলে সংগঠনটির বিদায়ী কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ চৌধুরী শান নতুন কমিটির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম জিসানের হাতে ফোরামের দায়িত্ব তুলে দেন।সবশেষে ফোরামের সদস্যদের অংশগ্রহণে কাজী নজরুল ইসলামের নাটক “পুতুলের বিয়ে” এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।