মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম – ” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রেলকে সম্প্রসারণ করার কাজ হাতে নেয়া হয়েছে। কুড়িগ্রাম জেলার পুরাতন রেলপথ গুলো আধুনিকায়ন করা হবে।
পাশাপাশি জেলার নৌ-বন্দর চিলমারী পর্যন্ত রেল লাইন বর্ধিত করে আন্তনগর রেল সার্ভিসকে প্রসারিত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে জেলা সদরের উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন কালে এসব কথা বলেন ।এসময় তিনি আরো বলেন,”দেশের যেগুলো অঞ্চলে পুরাতন রেল লাইন আছে সেগুলোকে আমরা উন্নত করার কাজ করছি।
এছাড়া জেলা থেকে জেলা সংযোগকারী রেললাইন নির্মাণ করার জন্য কাজ পরিকল্পনার মধ্যে রয়েছে।’
এসময় উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শনকালে রেলমন্ত্রী কুড়িগ্রামের মুক্তিযোদ্ধাদের হাতের ছাপ সংগ্রহ করে তৈরি স্বারক গ্রন্থের মোড়ক উন্মোচন সহ বেশ কিছু স্বারক উদ্ধোধন করেন।
এর আগেদুপুরে রেলমন্ত্রী কুড়িগ্রামের চিলমারী রমনা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, রেলওয়েকে একটি আধুনিক ও যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা করতে চান প্রধানমন্ত্রী। ইতোমধ্যে ঢাকা রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস নামে ট্রেন চালু করা হয়েছে।
ট্রেনটিকে উলিপুর স্টেশন পর্যন্ত চলাচলের জন্য আধুনিকায়ন করা হচ্ছে। পরবর্তিতে রমনা স্টেশন পর্যন্ত চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চিলমারী নদীবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বন্দরটির সাথে রেল- নৌ যোগাযোগ স্থাপনের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।
যাতে করে প্রতিবেশি দেশগুলোর সাথে ব্যবসার বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়। এ সময় রেলমন্ত্রীর সফরকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ্, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল হাসান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সুফি নুর মোহাম্মদ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগ সভাপতি মোঃ জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম জেলা আ,লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।