নিজস্ব প্রতিনিধি: যৌন হয়রানিকারী আবু সাঈদ কামালের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মামুন হোসেন।
গত ২ নভেম্বর উভয়পক্ষের বক্তব্য, দীর্ঘ যুক্তিতর্ক শুনানি ও ফরেনসিক রিপোর্ট পর্যালোচনার শ্রবণান্তে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল (৭৫৮/২১) এর বিজ্ঞ বিচারক এ.এম জুলফিকার হায়াত অব্যাহতির এ আদেশ দেন।
আসামী পক্ষে এডভোকেট আসাদুজ্জামান বাবু এবং রাষ্ট্র পক্ষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ নজরুল ইসলাম শামীম মামলাটি পরিচালনা করেন।
অভিযোগ ও মামলা সূত্রে, মামুন হোসেন এম.এ. ২০২০ সালের ৩০ জুন অনলাইন “সাপ্তাহিক সামাল” পত্রিকার “গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করায় এই মামলা দায়ের করেন রাজেন্দ্রপুর বাজারে আর.এন.আর এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী, রাজাবাড়ী ইউঃ এর নেতা, নোয়াগাঁও গ্রামের মৃত আ: করিম এর ছেলে আবু সাঈদ কামাল ওরফে এস এ কামাল। তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দিলে অভিযোগ গঠনের জন্য ২০২১ সালের ১২ অক্টোবরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালত থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২০২২ সালের ২ নভেম্বর অভিযোগ গঠনের ধার্য্য তারিখে উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক ও শুনানি পর্যালোচনা শেষে সাংবাদিক কে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেন।
মামুন এর আইনজীবী এডভোকেট আসাদুজ্জামান বাবু বলেন, “অভিযোগ গঠনের কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত সাংবাদিক কে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। এছাড়াও, সাংবাদিক মামুনের বিরুদ্ধে আণিত অভিযোগের ভিত্তি নেই। সম্পূর্ণ আক্রোশের উপর শত্রুতামূলক এই বানোয়াট মামলা দায়ের করেছে”।
এ বিষয়ে সাংবাদিক মামুন জানান, “গাজীপুর জেলা সহ দেশের সকল সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি”।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।