জুনাঈদ হাসান, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধার সাথে দিবসটি উদযাপন করা হয়।

এই আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,উপজেলা চেয়ারম্যান, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া ও স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি -বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ-ই দিন প্রভাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।