মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর-মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

আজ ৫ আগষ্ট উলিপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে সকাল ১১ ঘটিকায় শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মৃতিচারণ,ও ক্রীড়া সংগঠন গুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম ৩ অধ্যাপক এম এ মতিন, উলিপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমি, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,আলহাজ্ব মামুন সরকার মিঠু মেয়র উলিপুর পৌরসভা, মোঃ সোহরাব আলী মোল্লা যুব ও ক্রীড়া সম্পাদক উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা সহ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য সদস্য বৃন্দ।