রিয়াজুল আকবর লিংকন,কয়রা উপজেলা প্রতিনিধিঃ

কয়রা উপজেলার অত্যন্ত সুপরিচিত বানিয়াখালি সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মামুন না ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের হানিফা গাজীর পুত্র দ্বিতীয় শ্রেণীর ছাত্র মামুন না।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত দ্বিতীয় শ্রেণীর ছাত্র মামুননা পিতা একজন অসহায় দিনমজুর।

পরিবারটির কোন জায়গা জমি নেই, নদীর চরে বাস করে বলে জানা গেছে।

মামুন না পিতার স্বল্প আয়ের তাদের সংসারের খরচ সহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের চিকিৎসার ব্যয় বহুল খরচ চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে অসম্ভব হয়েছে পড়েছে বলে জানা গেছে।

মামুন না পিতা দেশবাসীর কাছে তার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দাবি জানিয়েছে।

সকলের দেওয়া সাহায্যে বাঁচতে পারে ছোট্ট শিশুটির জীবন।

মামুন নার বাবা দেশবাসীর কাছে তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন।

দ্বিতীয় শ্রেণীর ছাত্র মামুন না ব্লাড ক্যান্সার আক্রান্ত তাকে আর্থিক সাহায্য পাঠানোর দাবিও জানিয়েছে তার পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ মামুন নার বাবা
01999625506