জামালপুর প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১০০ টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সারা দেশের দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৪শত ৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হয়। গত ২০ জানুয়ারি ২০২১ প্রথম পর্যায়ে ৬৯ হাজার ৯ শত ৪টি পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ করেন।
এ প্রকল্পের আওতায় মোট ১ লাখ ১৮ হাজার ৩ শত ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও এক লক্ষ পরিবারের মাঝে জমি ও গৃহ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই ভিডিও কনফারেন্স’ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোঃ ছামিউল ইসলাম
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।