বজ্রপাতে চলতি বছর এখন পর্যন্ত ৩২৯ জন মারা গেছেন। এরমধ্যে গত মার্চ থেকে জুন মাস পর্যন্ত চার মাসে মৃত্যু হয়েছে ১৭৭ জনের। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৪৭ জন।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) শনিবার এক সেমিনারে এ তথ্য প্রকাশ করেছে। ‘বজ্রপাতের স্থানিক ও কালিক বিন্যাস, কারণ ও বাঁচার উপায়’ শীর্ষক এ ভার্চুয়াল সেমিনারে বলা হয়, বাংলাদেশে বর্তমান সময়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে।
বজ্রপাতের মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আসে মৃত্যুর খবর। বেশিরভাগ সময় বিচ্ছিন্নভাবে এক-দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আবার কখনো কখনো একটিমাত্র বজ্রপাতে বহু মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটে থাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।