রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন জুয়েল ইসলাম নামে এক কলেজছাত্র।
শুক্রবার সকালে উপজেলার ১০ নম্বর রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ইসলাম উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের ময়নাল ইসলামের ছেলে। তিনি বদরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সকালে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে আচমকা ঝাঁপিয়ে পড়েন জুয়েল। এতে সঙ্গে সঙ্গে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কলেজছাত্র জুয়েল। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বদরগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি সকাল ৯টা ৫ মিনিটে ছেড়ে যায়। এরপরেই আমরা খবর পাই ১০ নম্বর রেলঘুন্টির কাছে একজনের মরদেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় রেল পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।