![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/06/dc714576-7553-4c61-9869-fbd86ceda783_nn.jpg)
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ (২৮ জুন) চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশত গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদ আজহা। তবে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় নামাজ আদায় বিঘ্নিত হয়েছে।
সকাল সোয়া ৮টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা দরবার শরিফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী।
সকাল ৮ টা ৪৫ মিনিটে পাশাপাশি সাদ্রা গ্রামের সাদ্রা মাদ্রাসা প্রাঙ্গণে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা আরিফ উল্লাহ। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেওয়া হয়।
এ ছাড়াও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুরে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। অন্যদিকে মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি, দেওয়ান-কান্দি পাঁচানি, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে আজ ঈদ উদযাপন করছেন মুসল্লিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।