টাঙ্গাইল বড় কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী বলেন, ‘বড় কালীবাড়ির মাঠে জমজমাট এ মেলায় বিক্রেতারা পূজা শুরুর ৩ থেকে ৪ দিন আগে থেকে প্রতিমা বিক্রি শুরু করেছেন। দাম বেশির কারণে এবার তাদের ভালো বাজার যাচ্ছে। তবে করোনার কারণে বিকিকিনি অনেক কম।’

বারো মাসের তেরো পার্বণের ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা আগামী শনিবার উদযাপন করবে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা। সারা দেশের ক্লাব, মন্দির ও বাসাবাড়িতে অনুষ্ঠিত হবে এ পূজা।

পূজা উপলক্ষে টাঙ্গাইলে এরই মধ্যে শুরু হয়েছে আমেজ। বড় কালীবাড়িতে চলছে তিন দিনব্যাপী প্রতিমা মেলা। ২ ফেব্রুয়ারি শুরু হওয়া জমজমাট এ মেলায় তোলা হয়েছে রং-বেরঙের প্রতিমা। মেলার শেষ দিনেও শহরের বিভিন্ন এলাকার পূজারীরা মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছেন প্রতিমাসহ নানা সরঞ্জাম।

তবে করোনার কারণে স্কুল, কলেজ বন্ধ থাকায় কমে গেছে মণ্ডপের সংখ্যা। এতে লোকসানের আশঙ্কা করছেন প্রতিমাশিল্পী ও বিক্রেতারা।

তবে ক্রেতারা বলছেন, করোনার প্রভাব পড়েছে প্রতিমার দামে। খানিকটা চড়া দামেই কিনতে হচ্ছে প্রতিমাসহ পূজার সরঞ্জাম।

প্রতিমা কিনতে আসা শশাঙ্ক সাহা বলেন, ‘প্রতি বছর প্রতিমা কিনতে এ মেলায় আসি। তবে এবার করোনার কারণে দামটা একটু বেশি মনে হচ্ছে।’

নিবেদিতা চৌধুরী নামে এক কলেজছাত্রী বলেন, ‘বাবার সঙ্গে প্রতিমা কিনতে এসেছি। প্রতি বছর বাইরে বা স্কুল-কলেজে পূজা হতো কিন্তু এবার হবে বাড়িতে। তাই আগের মতো এবার পূজার আনন্দটা তেমন পাব না।’

এদিকে প্রতিমা বিক্রেতা রাজেশ সাহা বলেন, ‘করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার সরস্বতী পূজা না হওয়ায় আমরা বিপাকে পড়েছি। মনে হচ্ছে লোকসান গুনতে হবে।’

আরেক বিক্রেতা মদন কুমার জানান, মেলায় ছোট সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়, মাঝারি সাইজের ৬০০ থেকে ১৫০০ টাকায় আর বড় সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ১০ হাজার টাকায়।

টাঙ্গাইল বড় কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী বলেন, ‘প্রতি বছরই এ মেলার আয়োজন করা হয়। বরাবরের মতো এবারও প্রতিমা মেলা উপলক্ষে ক্রেতা-বিক্রেতায় মুখরিত বড় কালীবাড়ির মাঠ। বিক্রেতারা পূজা শুরুর তিন থেকে চার দিন আগে থেকে প্রতিমা বিক্রি শুরু করেছেন। দাম বেশির কারণে এবার তাদের ভালো বাজার যাচ্ছে।’

‘তবে এবার শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা না হওয়ায় আগের চেয়ে তাদের বিকিকিনি অনেক কম।’

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। এই দিন শিশুদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করা হয়।