ডা. আজাদ খান,ব্যুরো চিফ ময়মনসিংহ: জামালপুরে রেলওয়ের সার্বিক মানোন্নয়ন ও যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিতে ২৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর, সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
সাধারণ সম্পাদক, সুজন, যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর ও সভাপতি, চর এলায়েন্সে, জামালপুর- এর মোঃ সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সনাক সহ সভাপতি অধ্যাপক কায়েদ-উয-জামান, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, জামালপুর, সভাপতি, শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, সাবেক সভাপতি ইউসুফ আলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জামালপুরে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। টিকেট কালোবাজারি বন্ধ, যাত্রীদের ভোগান্তি কমিয়ে সেবার মান বৃদ্ধি করতে হবে, রেলের
ক্যান্টিনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ট্রেনের ভিতরে চাদাঁবাজি বন্ধ, অবিলম্বে আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে ছাড়ার পদক্ষেপ নেয়ার দাবি জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সচেতন নাগরিক কমিটি, টিআইবি র যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলার বেশকিছু সামাজিক সংগঠন (বাপা) জামালপুর জেলা সভাপতি, ইন্জিনিয়ার সহিদ উল্লাহ, সহ সভাপতি বাপা জামালপুর/প্রিন্সিপাল জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক (বাপা) ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সদস্য মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক, প্রসিপস, ইসলামপুর, বাপা সদস্য শামীমা বেগম রুবী, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর ২৪ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
২৪ দফা দাবির মধ্যে অন্যতম হলো- জয়দেবপুর হতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত রেললাইন ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করা। জামালপুর-ঢাকা রুটে ২ জোড়া নতুন আন্ত:নগর ট্রেন চালু করা। আন্ত:নগর যমুনা ও অগ্নিবিনা এক্সপ্রেসের বর্তমান রেক বাতিল করে নতুক রেক সংযুক্ত করা, সকল আন্ত:নগর ট্রেনের টিকিট দ্বিগুণ বরাদ্দ করা। উত্তরবঙ্গের ১৬ জেলা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাথে যোগাযোগের জন্য নতুন আন্ত:নগর ট্রেন চালু করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।