নীলফামারীর ডিমলায় মুজিববর্ষ উপলক্ষে উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে উপজেলার ২০০ পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও ঘর প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২০-জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে ডিমলা উপজেলার গৃহহীনদের হাতে জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেন (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মির্জা মুরাদ হাসান বেগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, ত্রান শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া সহ অনেকেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।