সোমবার (২০ নভেম্বর) বিকালে ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম এর উদ্যোগে,ঘোড়াঘাট উপজেলার সদর ওসমানপুর ও রাণীগঞ্জ বাজারে,বাংলাদেশ সরকারের বিভিন্নমূখী জনকল্যাণ মুলক কার্যক্রম ও উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে ভ্রাম্যমান কনসার্ট ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য ইফতেবার আহমেদ বাবু।
এ সময় বাউল শিল্পীদের গানের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দিনাজপুর-৬ আসনের রুপকার মানবিক এমপি শিবলী সাদিককে নিয়ে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক গান পরিবেশন করা হয়।
উক্ত ভ্রাম্যমান কনসার্টর পরিচালক উপজেলা যুবলীগের সদস্য ইফতেবার আহমেদ বাবু,দিনাজপুর-৬ আসনের মানবিক এমপি শিবলী সাদিক মহোদয়ের বর্তমান সরকারের আমলে বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম ও উন্নয়নের কথা তুলে ধরেন এবং কথা ও কাজের মিল রেখে উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।