নতুন বছরের শুরু থেকে বেড়ে চলেছে শীত। এরইমধ্যে মৌলভীবাজার ও পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রোববার (২ জানুয়ারি) দেশের অধিকাংশ এলাকায় কুয়াশা আরো বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর-চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে।
আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমে বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে।
আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। সেইসঙ্গে ছড়িয়ে পড়তে পারে শৈত্যপ্রবাহ। এদিকে দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।