এন,এম সজীব, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের নবাবগঞ্জে কৃষিই সমৃদ্ধি ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী,শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের বীজ ও রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক মহোদয়ের উপস্থিতিতে এসব বিতারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,ওসি মোঃ তাওহীদুল ইসলামসহ উপজেলা বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।
উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার জানান, প্রত্যক কে -দশ কেজি কিছু সান ও সরিষার বীজ এক কেজি করে প্রদান করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের মানবিক এমপি শিবলী সাদিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।