নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো: হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নড়াইল জেলার শিক্ষানুরাগী জেলা প্রশাসক মোহাম্মদ আাশফাকুল হক চৌধুরী নড়াইল জেলার শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার জন্য বিচারক মন্ডলীকে অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষা অফিসার মোঃ হায়দার আলী স্বাগত বক্তব্যে সুন্দরভাবে প্রতিযোগীতা শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা জনাব বিকাশ কুসুম চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারঃ) জনাব ফিরোজ কিবরিয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) জনাব হায়াতুজ্জামান সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় অন্যান্ন অতিথিদের সাথে নিয়ে মনোজ্ঞ নৃত্য উপভোগ করেন।
উল্লেখ্য যে, জেলা পর্যায়ের বিজয়ীরা আগামী ২৭ মে খুলনা বিভাগীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।