আজম খান,বাঘারপাড়া প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে নড়াইলে প্রায় দুই সহস্রাধিক শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১৩জুন (মঙ্গলবার) সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে নড়াইল প্রেসক্লাবের সামনে যশোর-নড়াইল সড়কে মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ,নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি ,নড়াইল জেলা শাখার সহ- সভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারন সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল,প্রধান শিক্ষক এস এম ফকরুল আলম বিপুুল,হাসমত আলীসহ জেলা-উপজেলার বিভিন্ন বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে বক্তব্য রাখেন।
এ সমাবেশে প্রায় দুই সসহস্রাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা, মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের ১ দফা দাবি বাস্তাবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।