মো: আজগার আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা দেবহাটায় পুষ্টি সেবা সপ্তাহ-২৩ এর সমাপনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরা জেলার মধ্যে দুইটা উপজেলায় দেবহাটা ও আশাশুনিতে সরকারি হাসপাতালে রোগীদের বৈকালীক স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ মালেক।

আজ ১৩ই জুন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আবদুল লতিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।

এ সময় দেবহাটার ওসি (তদন্ত) নূরুস সালাম ছিদ্দীক, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক (বাবু), মেডিকেল অফিসার ডাঃ পলাস দত্ত, মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।