মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ মন প্রাণ দিয়ে ভালোবেসে অবশেষে প্রেমিককে ছেড়ে অন্যের ঘর বাধলো এক প্রেমিকা। সাতক্ষীরায় প্রেমে ছ্যাঁকা খেয়ে রাগে দুঃখে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামের এক যুবক। আজ শনিবার ১০ই জুন বেলা ১১টায় সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সাথে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি ঐ মেয়েটির পার্শ্ববর্তী গ্রামের এক ছেলের সঙ্গে পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন।
প্রেমিকাকে হারানোর ক্ষোভে, দুঃখে ও অভিমানে এবং জীবনে আর কখনো প্রেম করবে না প্রতিজ্ঞা করে তিনি নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করার কাজটি করেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।