জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ১ম সন্তান শেখ কামালের আজ ৭২তম জন্মদিন।
বাগেরহাটের চিতলমারীতে প্রশাসনের উদ্দোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান করা হয়।তার স্মৃতির উদ্দোশ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গাছের চারা বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটন আলীর সভাপতিত্বে সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা পরিষদ সেমিনার হলে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার ভূমি জান্নাতুল আফরোজ স্বর্না,উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান,সাধরন সম্পাদক বাকু পীযুষ কান্তি রায়,উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাহাতাবুজ্জামান,রাজনৈতিক ব্যক্তিবর্গ,মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ এবং দপ্তর প্রধানগন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।