বিশেষ প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ও নারিকেলবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টা থেকে ধলগ্রাম ইউনিয়ন এলাকার মুফতির মাদরাসা, আগড়া বাজার, আগড়া বাজারের পুর্ব পাড়া, আগড়া ফুলতলা, দশপাখিয়া, ধলগ্রাম বাজার ও অন্তাইখোলার সাতটি ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৯ টি মাদরাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইউনুস শেখ, নারিকলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার এমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান আহমদ, একই সংগঠনের সভাপতি বুলবুল মোর্শেদ, সাধারন সম্পাদক শের আলী মেম্বর, ছাত্রলীগ সভাপতি বায়জিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল কাদের, দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ মেম্বর, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন টুলু, ছাত্রলীগ কর্মী মা. ওবায়দুল্লাহ, শাহরিয়র তামিম, নাহিদ হাসান, আব্দুল মান্নান, ইমরান খান, মা. শাহ আলম প্রমুখ। এদিন পৌরসভা এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।