জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বড় ছেলে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, গাছ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১১ টায় শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১২ টায় অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়
এরপর উপজেলার বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল বীরশহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন শোকাবহ মাসে আগামী ৮ আগষ্ট শেখ ফজিলতের নেছার জম্মদিন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় আহত-নিহতের প্রতি শ্রদ্ধা ও বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।