ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে সরকারি খাস জমিতে বসবাসরত দরিদ্র সালেহা বেগমকে বাড়ী উচ্ছেদ ও লুটপাটের প্রতিবাদে ১০ নভেম্বর বেলা ১২টায় এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের বাগাট-নওপাড়া সড়কের পাকোর গাছ এলাকায় মুন্সীপাড়ায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তবোগি সালেহা বেগম,মোঃ ফরিদুল ইসলাম মোল্যা, মোঃ তাজুল ইসলাম,মোঃ খোকন শেখ,সালেহা বেগমের ৭ম শ্রেণী পড়–য়া কন্যা শান্তা, মোঃ সালাউদ্দিন ও মোঃ সোহরাব হোসেনসহ প্রমুখ।
মানববন্ধন কর্মসূর্চতে এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত থেকে অভিযুক্ত নওশের চৌধুরী,অলেমান চৌধুরী, কালাম ডাকাত গংদের বিচারের আওতায় আনার দাবী জানান।
ক্ষতিগ্রস্ত সালেহা বেগম (৪৫) ও তার স্বজনেরা ভোররাতে সংঘটিত লুটপাট এবং নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অশ্রু হয়ে পড়েন। পরে মানববন্ধন কর্মসূচি থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।