টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এর নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি (শুক্রবার) বিকেলে তারফপুর ইউনিয়ন গাজেশ্বরী আলাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ
নির্বাচনী পথসভা অনু্ষ্ঠিত হয়।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম( ভিপি জোয়াহের) এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া,টাঙ্গাইলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ডাঃআব্দুস সালাম প্রমানিক, মোঃ রফিকুল ইসলাম,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিপু খান, যুগ্ম-আহ্বায়ক শিশির দাসসহ তরফপুর ইউনিয়ন আওয়ামীলিগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।