মেহেরপুর প্রতিনিধি: দেশবরণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, দুই বারের সংসদ সদস্য (সাবেক), রাজনৈতিক শিক্ষা গুরু, মিডিয়া ব্যাক্তিত্ব , সাংগঠনিক যাদুকর শ্রদ্ধাজন ব্যাক্তিত্ব সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের আকাশে সুস্থতার প্রথিককৃত প্রফেসর আবদুল মান্নান এর ৭৯ তম জন্মবার্ষিকী অনুস্ঠিত । আগামী পথচলা সাফল্য ও রাস্ট্রের মঙ্গলময়ের পথে আগামী হয়ে উঠুক জন্মবার্ষিকী এই কমনা করেন আ.খ.ম ইমতিয়াজ জুয়েল, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগ, এই সময় সাবেক যুবলীগ নেতা হুমায়ূন কবির বাবু বলেন,” মেহেরপুর জেলার রাজনৈতিক রত্ন, মুজিব নগরের অহংকার, মেহেরপুরের আপমার জনগণের প্রাণের নেতার জন্ম ধন্য ধন্য শুভ জন্মদিন নেতার জন্ম বার্ষিকীতে”। সাবেক ছাত্রনেতা খালেদুজ্জামান খাঁন ডালিমের উদ্দগে জন্মবার্ষিকী আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইয়ারুল ইসলাম সহসভাপতি শহর আওয়ামীলীগ, মিরাজুল ইসলাম , সদস্য শহর আওয়ামীলীগ, সাজেদুর রহমান সাজু, সভাপতি, থানা শ্রমিকলীগ, সাবেক যুবলীগ নেতা সাইদুর রহমান, সুজা উদ্দিন খোকন, সম্পাদক ওয়ার্ড যুবলীগ ,সেলিম রেজা, সভাপতি,হরিরামপুর যুব উন্নয়ন সমিতি, নয়ন আহামেদ সাধারণ সম্পাদক, হরিরামপুর যুব উন্নয়ন সমিতি রবিউল ইসলাম, আনোয়ার হোসেন রাজু, শেখ কায়সার হামিদ বুলবুল, রাকিবুল ইসলাম, ইকবাল হোসেন, বকুল আহামেদ, রকিবুল ইসলাম বাবু সাবেক যুবলীগ নেতা,আব্বাস উদ্দিন, মিনহাজুল ইসলাম, জিয়াউর রহমান সহ
সমর্থক, শুভাকাঙ্ক্ষী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সমমনা অনেকেই উপস্থিত ছিলেন। সকলের ভালোবাসায় শিক্ততায় এগিয়ে থাকুক সবসময় মেহেরপুর এর সিমান ছাড়িয়ে বাংলার এই স্বর্ণ সন্তান প্রফেসর আবদুল মান্নান জন্মবার্ষিকী ঐতিহাসিক হয়ে উঠুক উপস্থিত সকলেই এমন কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।