হাফিজুর রহমান তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমগ্র দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এরই ধারাবাহিকতায় রিক এর এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক সংস্থার বরগুনা এরিয়ার তালতলী শাখায় আজ সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে করোনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীও মাক্স বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ কাওছার হোসেন ।এবং তালতলী শাখার শাখা-ব্যবস্হাপক কাজী ইব্রাহীম সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার বলেন এ করোনাকালীন সময় আপনাদের এই উদ্যোগ আমার ভালো লেগেছে আপনাদের মত যদি সকলে একসাথে মিলেমিশে এরকম উদ্যোগ নিতো দেশ আরো অনেক বেশি উন্নয়ন হতো। পরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।