ফারুক আহমেদ সূর্য, লালমনিরহাট উপজেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়, রোটারি ক্লাব অব লালমনিরহাট এর সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক সচেতনতা অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়।
গবেষক, কবি ও কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লালমনিরহাট মোহাম্মদ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জেন্ট লালমনিরহাট নির্মলেন্দু রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ তাজুল ইসলাম মন্ডল, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব লালমনিরহাট মোঃ সামসুল আলম, অধ্যক্ষ,শেখ শফিউদ্দিন কমার্স কলেজ মোঃ এন্তাজুর রহমান, রোটারিয়ান্ট মোঃ হারুন অর রশিদসহ পশ্চিম বড়ুয়া উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা সেই সময় উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।