রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, রিয়াজুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০বছর পূর্তিতে বীরমুক্তিযোদ্ধা ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে।