মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজত করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আবুল বাছেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোখলেছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ এনায়েত করিম, প্রশিক্ষক মৎস্য আলী আকবর, অন্যান্য প্রশিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
এছাড়া জামালপুর জেলা প্রশাসন চত্বরে স্থাপিত স্মৃতি বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ । এসময় উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়, কমান্ডার (জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল), পরিচালক (জেলা আনসার ও ভিডিপি),এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ।
অপরদিকে জেলার বিভিন্ন উপজেলার প্রশাসনের আয়োজনে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার ১০ ঝাউগড়া ,ঘোষেরপাড়াসহ সকল ইউনিয়ন এ দিবসটি পালিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।