আবুল হাশেম, বাঘা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১১ টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি কাপাতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন, সিরাজুল ইসলাম মুন্টু, মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, মুঞ্জুরুল হক মনি,প্রচার সম্পাদক শফিকুর রহমান শফিক, সদস্য মাসুদ রানা তিলু,বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান সাহিদ , সাধারণ সম্পাদক আব্দুল মতিন মতি, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান , সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম , মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান , চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন , সাধারণ সম্পাদক আব্দুস সালাম , আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুর রহমান পিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহিনুর রহমান সোনা, উপজেলা সৈনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা পৌর যুবলীগের সভাপতি সাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ , সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির এর সঞ্চালনায় আলোচনায় আলোচকরা শেখ কামাল সম্পর্কে বলেন, শেখ কামাল যেমন ছিলেন একজন বড় মাপের সাংস্কৃতিককর্মী, তেমন ছিলেন মেধাবী ।
ক্রীড়াঙ্গনেও ছিলো তার বিশাল অবদান। মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছিলেন অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী শেখ কামাল। দোয়া মাহফিল পরিচালনা করেন বাঘা মাজার মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মহসিন আলী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।