শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ অন্যান্য ক্রীড়া সংগঠন। ৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ওই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইসয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ, ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ রেজাউল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ক্রীড়াবিদ ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্য এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।